ঢাকা | মে ১০, ২০২৫ - ৯:০৪ পূর্বাহ্ন

রুয়েটে কর্মকর্তা সমিতির নতুন কমিটির অভিষেক

  • আপডেট: Monday, June 27, 2022 - 10:34 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কর্মকর্তা সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর রুক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবাগত কর্মকর্তাদের বরণ ও প্রবীণ কর্মকর্তাদের বিদায় অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো সেলিম হোসেন। রুয়েট কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, আহ্বায়ক কমিটির সাবেক আহবায়ক আরিফ আহাম্মদ চৌধুরী, সাবেক সদস্য ডা. মোকসেদ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা. ফরিদা ইয়াসমীন, আইকিউএসি সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হুমায়রা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্মকর্তা সমিতির দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. রাইসুল ইসলাম রোজ।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা সমিতির আহবায়ক সদস্যদের এবং নবগঠিত কর্মকতা সমিতির কার্যনির্বাহী সদস্যদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। এছাড়াও নবাগত কর্মকর্তাদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। মেডিকেল সেন্টারের বিদায়ী ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা. ফরিদা ইয়াসমীনকেও বিদায় সংবর্ধ্বনা জানানো হয়।

অনুষ্ঠানে নবগঠিত কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. নাসির উদ্দীন শাহ্, কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বিপু, প্রচার সম্পাদক আ.ফ.ম. মাহমুদুর রহমান দীপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী মো. মামুন-অর-রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক রাজেফা খাতুন, কার্যনির্বাহী সদস্য আরিফ আহাম্মদ চৌধুরী, মাহাবুবুল আলম, প্রকৌশলী আসিফ আল আমিন সাফি, মনিরুজ্জামান রাসেল, প্রকৌশলী নাঈম রহমান নিবিড় প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS