ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৮:৩৭ অপরাহ্ন

আরও ৪০ লাখ ফাইজার টিকা পেলো বাংলাদেশ

  • আপডেট: Monday, June 27, 2022 - 5:57 pm

 

অনলাইন ডেস্ক: মহামারি করোনা মোকাবিলায় বাংলাদেশকে ফাইজারের আরও ৪০ লাখ রেডি টু ইউজ ডোজ টিকা অনুদান হিসেবে দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এই নিয়ে বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের টিকার পরিমাণ দাঁড়ালো ৬ কোটি ৮০ লাখের বেশি।

এ বিষয়ে ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, ডোজগুলো বাংলাদেশ সরকারকে সারাদেশে টিকাদান ও বুস্টার প্রচারণা সম্প্রসারণ এবং কোভিড-১৯ থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে।

মার্কিন দূতাবাসের তথ্য বলছে, যুক্তরাষ্ট্র থেকে অনুদান হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা টিকা পেয়েছে বাংলাদেশ।