ঢাকা | নভেম্বর ১৯, ২০২৪ - ১২:৪৪ অপরাহ্ন

সয়াবিন তেলের দাম কমলো

  • আপডেট: Sunday, June 26, 2022 - 8:11 pm

 

অনলাইন ডেস্ক: দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা কমেছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা। সোমবার থেকে এই নতুন দাম কার্যকর হবে।

রোববার বিকেলে ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করেছে ১৯৯ টাকা। ৫ লিটারের বোতলের দাম পড়বে ৯৮০ টাকা। এছাড়া, খোলা প্রতি লিটার সয়াবিন তেল পাওয়া যাবে ১৮০ টাকায়।

এর আগে রোববার সকালে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ জানিয়েছিলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমে আসায় শিগগিরই বাংলাদেশেও তেলের দাম কমবে।

সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্টারিয়াল কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সর্বশেষ গত ৯ জুন সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা বাড়িয়ে ২০৫ টাকা নির্ধারণ করা হয়। এর আগে গত ৫ মে সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বেড়ে ১৯৮ টাকা হয়েছিল।

বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম বাড়ার ফলে দেশেও সঙ্কট সৃষ্টি হয়। দফায় দফায় দাম বেড়ে ভোজ্যতেল নিম্নবিত্তের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। গত রমজানে বিভিন্ন দোকান ঘুরে বাড়তি দামেও অনেকে তেল পাননি।