ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ২:৪০ পূর্বাহ্ন

শহীদ জননী জাহানারা ইমামের ২৮তম মৃত্যুবার্ষিকী পালন

  • আপডেট: Sunday, June 26, 2022 - 10:39 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শহীদ জননী জাহানারা ইমামের ২৮তম মৃত্যুবার্ষিকী পালন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা ও মহানগর কমিটি।

এ উপলক্ষে রোববার সকাল ৮টায় নগরীর আলুপট্টি মোড়ে শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরাবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুজিত সরকার, জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, নগরের নির্বাহী সদস্য তামিম শিরাজী, মহিলা ইউনিটের সাধারণ সম্পাদক আয়েশা মুন্নী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, মুক্তিযুদ্ধ পাঠাগারের সাধারণ সম্পাদক কামারুল্লাহ সরকার, হৃত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ প্রমুখ।