ঢাকা | জানুয়ারী ২, ২০২৫ - ৮:৩২ অপরাহ্ন

রাজশাহী মহানগর যুবমৈত্রীর সভা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, June 26, 2022 - 10:48 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ যুবমৈত্রীর রাজশাহী মহানগর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে শহরের কোর্ট হড়গ্রাম এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় মহানগর যুবমৈত্রীকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী ও গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও শহরের যুবকদের মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে রাজনৈতিকভাবে বিভিন্ন কার্যক্রম করতে নগর যুবমৈত্রীর নেতাদের দিক-নির্দেশনা প্রদান করা হয়।

রাজশাহী মহানগর যুবমৈত্রীর সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, যুবনেতা সাহরুল ইসলাম টিয়া, মতিউর রহমান মতি, তৌহিদ উদ্দীন বিদ্যুৎ, আলমগীর হোসেন আলম, মাসুম রেজা বিদ্যুৎ প্রমুখ। সভা পরিচালনা করেন মহানগর যুবমৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুল খালেক বকুল।