ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

  • আপডেট: Sunday, June 26, 2022 - 10:42 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ৭৫ পিস ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শনিবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুর টিবিপুকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তিনজন হলেন- নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়ার মো. বাবু (২৫), লক্ষ্মীপুরের সামিউল ইসলাম ওরফে বাপ্পি (৩৩) এবং টিবি রোডের শফিকুল ইসলাম (৩৮)। নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, এদের কাছে ৭৫ পিস ইয়াবা বড়ি পাওয়া গেছে।

তিনি আরও জানান, এদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পুলিশ রোববার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।