ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৭:৪৬ অপরাহ্ন

পুঠিয়ায় ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

  • আপডেট: Saturday, June 25, 2022 - 10:59 pm

 

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় ট্রাক চাপায় সমসের আলী (৪৫) নামের একজন ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত সমসের আলী পবা উপজেলার পারিলা এলাকার মৃত হানিফ আলীর ছেলে।

শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বেলপুকুর বিজিবি চেকপোষ্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে বেলপুকুর থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভ্যান চালক দুপুরের দিকে বানেশ্বর বাজারে আম বিক্রি করে বাড়ি ফিরছিল। পথে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলে নিহত হোন।

এ ঘটনায় ট্রাকসহ চালক আটক হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।