ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৭:২৫ পূর্বাহ্ন

পাবনায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

  • আপডেট: Saturday, June 25, 2022 - 11:03 pm

 

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ট্রেনে কাটা পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত নিরব হোসেন পুরান মাশুমদিয়া এলাকার রিপন সরদারের ছেলে। সে ঢাকা উত্তরা স্কুলের নবম শ্রেনির শিক্ষার্থী ছিলেন।

ঈশ^রদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কর্মকার জানান, শনিবার সকালে ঘুম থেকে উঠে ঢালার চর বাঁশের বাধা রেল ষ্টেশনের মাঝামাঝি পুরাতন মাশুমদিয়ার ঝুলন্ত রেলসেতুর পাশে রেললাইনের উপরে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলে গান শুনছিলেন।

এমন সময় ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।