ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৮:৫৬ অপরাহ্ন

পুঠিয়ায় ১৪১০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

  • আপডেট: Saturday, June 25, 2022 - 10:51 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার ১০ পিস ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় এ অভিযান চালায়। গ্রেপ্তার তিনজন হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার ওমরপুর গ্রামের মন্টু সরদার (৩০) এবং বাঘা উপজেলার আড়ানী রোস্তমপুর গ্রামের মো. আব্দুল্লাহ (২৩) ও সজিব আহমেদ (২৩)।

র‌্যাব -৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে তিনজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।