ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ১১:১০ অপরাহ্ন

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

  • আপডেট: Saturday, June 25, 2022 - 10:39 pm

 

স্টাফ রিপোর্টার: স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রাজশাহীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে অগ্রণী ব্যাংক লিমিটেডের রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখা ও রাজশাহী অঞ্চলাধীন শাখাগুলোর কর্মকর্তাদের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।

রাজশাহীর হরিয়ান মাঠে আয়োজিত এ খেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখাকে ১-০ গোলে পরাজিত করে রাজশাহী অঞ্চল একাদশ। একমাত্র গোলটি করেন আরডিএ ভবন শাখার সিনিয়র অফিসার মাহফুজুর রহমান।

খেলার আয়োজন করেন হরিয়ান শাখার সিনিয়র অফিসার মোরশেদ। মনোমুগ্ধকর পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়।