ঢাকা | মে ৭, ২০২৪ - ২:৩৬ পূর্বাহ্ন

নওগাঁয় ট্রাকচাপায় চার শিক্ষকসহ নিহত ৫

  • আপডেট: Friday, June 24, 2022 - 11:19 am

অনলাইন ডেস্ক: নওগাঁয় ট্রাক চাপায় চার শিক্ষকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

নিহতরা হলেন- মো. দেলোয়ার হোসেন (৪৭), মো. মকবুল হোসেন (৫৮), মো. লেনিন, জান্নাতুল (৩৫)। তারা চারজন শিক্ষক। আরও একজন হলেন মো. সেলিম (৪৫)। তিনি একজন ড্রাইভার।

শুক্রবার (২৪ জুন) সকাল ৮টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে অটোরিকশাযোগে নওগাঁ টিচার্চ ট্রেনিং সেন্টারে আসছিলেন কয়েকজন শিক্ষক। পথে নওগাঁ থেকে একটি ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলে তিন শিক্ষক মারা যান। আহত হয়েছেন কয়েকজন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাঁচজন নিহতের খবর পেয়েছি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

সোনালী/জেআর