ঢাকা | মে ১৭, ২০২৪ - ১১:০২ পূর্বাহ্ন

বগুড়ায় পানিতে ডুবে শিশু নিখোঁজ

  • আপডেট: Thursday, June 23, 2022 - 3:06 pm

অনলাইন ডেস্ক: বগুড়ায় বন্যার পানিতে ডুবে আতিক (৫) এক শিশু নিখোঁজ হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে বগুড়ার ধুনট উপজেলায় ভাণ্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হামিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিখোঁজ আতিক ওই গ্রামের কমল হোসেনের ছেলে।

কমল বলেন, “আতিক ও তার বড় ভাই আরাফাত (৯) বাড়ির পাশে খেলতে গিয়ে এক সঙ্গে বন্যার পানিতে পড়ে যায়। এ সময় আরাফাত পানি থেকে উঠতে পারলেও আতিক নিখোঁজ হয়। পরে আরাফাতের কাছে খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে রওনা দেয়।

“এর মধ্যে নাজমুল নামে এক ব্যক্তি আতিককে পানিতে তলিয়ে যেতে দেখে পানিতে তাকে উদ্ধার করতে নামে। কিন্তু সে পৌঁছানোর আগেই আতিক তলিয়ে যায়।”

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করলেও রাত ৮টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।

শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা হামিদুল জানান।