ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৯:০৪ অপরাহ্ন

রাজশাহীতে ১৮ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, June 22, 2022 - 9:53 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশ ১৮টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে পাবনার আটঘরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম শাহাজাহান আলী। রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর টিবি রোড এলাকার বাসিন্দা তিনি। তবে দীর্ঘ দিন ধরে তিনি পলাতক ছিলেন। বুধবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শাহাজাহান আলীর বিরুদ্ধে রাজপাড়া থানায় ১৮টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এরমধ্যে ৮টি মামলার সাজাপ্রাপ্ত আসামি তিনি। তার মোট কারাদণ্ড রয়েছে ৬ বছর ৩ মাস। এ ছাড়া অর্থদণ্ড আছে এক কোটি ৩০ লাখ টাকা। শাহাজাহান আলী একজন প্রতারক।

পুলিশ জানায়, পাবনার আটঘরিয়ায় আসামির লুকিয়ে থাকার কথা জানতে পেরে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।