ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৭:৩৯ পূর্বাহ্ন

রাজশাহীতে দুই গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, June 22, 2022 - 10:13 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে একজনকে তিন কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। অন্যজন গ্রেপ্তার হয়েছেন আগের মামলায়। তিনি পলাতক আসামি ছিলেন।

গ্রেপ্তার দুজন হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার তাতারপুর গ্রামের আরিফ হোসেন (৪৩) ও রাজশাহী নগরীর ভদ্রা জামালপুর এলাকার সাইফুল ইসলাম (৪০)। সাইফুল পাঁচটি মামলার পলাতক আসামি ছিলেন।

নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, কুড়িগ্রাম থেকে খালি হাতে রাজশাহী এসেছিলেন সাইফুল। এখন শহরে তার কয়েকটি বাড়ি। সবই হয়েছে মাদক ব্যবসা করে। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছি গ্রামে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তা করা হয়েছে।

অন্যদিকে নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার আরেফিন জুয়েল জানান, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহীর বেলপুকুর বাইপাস মোড়ে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলাও করা হয়েছে।