ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৭:৩৯ পূর্বাহ্ন

পবায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী

  • আপডেট: Wednesday, June 22, 2022 - 10:54 pm

 

স্টাফ রিপোর্টার: পবায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সমাপনী খেলায় উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার লসমি চাকমা।

এ সময় অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএন জহুরুল ইসলাম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোখলেসুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পবা উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।

বঙ্গবন্ধু গোল্ডকাপ সমাপনী খেলায় চ্যাম্পিয়ন দামকুড়া প্রাথমিক দল ১-০ গোলে দুয়ারী প্রাথমিক দলকে পরাজিত করে বিজয়ী হন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ সমাপনী খেলায় চ্যাম্পিয়ন হুজুরীপাড়া ইউনিয়নের ধর্মহাটা প্রাথমিক দল ট্রাইবেকারে ৩-১ গোলে পারিলা ইউনিয়নের চক পারিলা প্রাথমিক দলকে পরাজিত করে বিজয়ী হন।