চাঁপাইয়ে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্নআয়ের ফ্যামেলি কার্ডধারী মানুষের নিকট টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
কার্ডধারী পরিবার ১১০ টাকা দরে ২ কেজি করে তেল, ৬৫ টাকা দরে ২ কেজি করে ডাল ও ৫৫ টাকা দরে ১ কেজি করে চিনি ভর্তুকি মূল্যে কিনতে পারবে। পুরো প্যাকেজের মূল্যে ৪’শ ৫ টাকা
এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কার্ডধারী মানুষের কাছে টিসিবির পণ্য বিক্রয় শুরু করেন ডিলার মোঃ আনোয়ারুল ইসলাম।
জেলা প্রশাসন জানিয়েছে, আজ থেকে কার্ডধারী পরিবারের মাঝে টিসিবি’র এসব পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয় করা হবে এবং আগামী ৫ জুলাই পর্যন্ত চলবে। প্রথম দিন জেলার ৫টি উপজেলার ৪৫ টি ইউনিয়ন ও ৪ টি পৌরসভার ২১ হাজার ১’শ ২৮ জন কার্ডধারী নিম্নআয়ের মানুষ ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য কিনতে পারবে।
জেলা জুড়ে এই কার্যক্রমের আওতায় ১ লাখ ৩০ হাজার ৩’শ ২০ টি পরিবারের মাঝে টিসিবি এসব পণ্য বিক্রয় করা হবে।