কোভিড-১৯ প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা
স্টাফ রিপোর্টার: বুধবার নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে কোভিড-১৯ প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট এই কর্মশালাটি আয়োজন করে। প্রকল্পের প্রধান আলোচক দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্নয়কারী মিজানুর রহমান কর্মশালায় মূল বিষয় তুলে ধরেন।
পেভ এর সমন্নয়কারী মাসুদুল আলম মাসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ হেমায়েতুল ইসলাম আরিফ। অতিথি ছিলেন চেয়ারম্যান সেভ দ্য নেচার মিজানুর রহমান।
এসময় বক্তারা করোনা প্রতিরোধে সরকার প্রদত্ত সকল আইন মেনে চলতে সকলের প্রতি আহবান জানান। মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে এবং বুষ্টার ডোজ নিতে সকলকে উদ্বুদ্ধ করেন।