ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১২:৩৮ অপরাহ্ন

আবারও বিনামূল্যে হেলমেট বিতরণ করল আরএমপি

  • আপডেট: Wednesday, June 22, 2022 - 10:18 pm

 

স্টাফ রিপোর্টার: মোটরসাইকেল আরোহীদের মাঝে আবারও বিনামূল্যে হেলমেট বিতরণ করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। বুধবার বিকালে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর ও সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় শতাধিক মোটরসাইকেল চালক ও আরোহীদের মাঝে হেলমেট বিতরণ করা হয়।

হেলমেট ব্যবহারে জনসচেতনতা গড়ে তুলতেই এ উদ্যোগ। আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক নিজেই হেলমেট বিতরণ করেন। এ সময় তিনি মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, বোয়ালিয়া জোনের উপকমিশনার সাজিদ হোসেন, ট্রাফিক বিভাগের উপকমিশনার অনির্বান চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২ জুন শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর ও সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় শতাধিক হেলমেট বিতরণ করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। যাঁরা হেলমেট ব্যবহার করেন না, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া শুরুর আগে জনসচেতনতা গড়ে তুলতে এই কার্যক্রম বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।