ঢাকা | জুলাই ২, ২০২৫ - ৪:১১ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে কমরেড আব্দুস সালামের মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট: Wednesday, June 22, 2022 - 10:33 pm

 

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরের আখচাষী নেতা ও ওয়ার্কার্স পার্টির নেতা শহীদ কমরেড আব্দুস সালামের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার উত্তরবঙ্গ আখচাষী সমিতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আয়োজনে কবর জিয়ারত, দোয়া মাহফিল, স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও উপজেলা যুবমৈত্রী সভাপতি আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার, সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নঈম উদ্দিন, শ্রমিক নেতা আব্দুল রব, কালাম আজাদ প্রমুখ।

সভায় ৩০ বছরেও শহীদ আব্দুস সালামের খুনিদের বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ ও দু:খ প্রকাশ করেন বক্তারা। দ্রুত বিচার কার্য শেষ করে খুনিদের শাস্তির দাবি জানান।

নাটোরের লালপুরের বাওড়া গ্রামে ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন কমরেড আব্দুস সালাম। তিনি ১৯৯২ সালের ২২ জুন নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ২নং গেটের সামনে সকাল ১০ টার দিকে সন্ত্রাসীদের গুলিতে কমরেড আব্দুস সালাম খুন হন।

 

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS