ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৫:১৯ অপরাহ্ন

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে গণসঙ্গীত ও গম্ভীরা

  • আপডেট: Tuesday, June 21, 2022 - 10:29 pm

 

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দলের রাজশাহী মহানগরের উদ্যোগে গণসঙ্গীত ও গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় খড়খড়ি বাইপাশ, বিকাল ৬টায় নওদাপাড়া ও সন্ধ্যা সাড়ে ৭টায় উপশহর নিউমার্কেট এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর শালবাগান মোড় ও রাত সাড়ে ৮টায় শিরোইল কলোনিতে তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

গণসঙ্গীত, গম্ভীরা ও তথ্যচিত্র প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধায়নের দায়িত্বে ছিলেন নগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল। উপস্থিত ছিলেন সদস্য রাশেদ-উন-নবী আহসান, ১৪ (পূর্ব) নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক প্রমুখ।