ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৪৯ অপরাহ্ন

অতিরিক্ত টাকা নেওয়ায় আমানা হাসপাতালকে জরিমানা

  • আপডেট: Tuesday, June 21, 2022 - 10:10 pm

স্টাফ রিপোর্টার: রোগীর এন্টি এইচসিভি (আইসিটি) পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়ায় রাজশাহীর আমানা হাসপাতাল লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ অভিযান চালান।

তিনি জানান, মনিটরিংয়ের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ের আমানা হাসপাতালে যান তিনি। এ সময় তিনি দেখেন, চার্টে এন্টি এইচসিভি (আইসিটি) পরীক্ষার ফি লেখা আছে ৬০০ টাকা। কিন্তু এক রোগীর কাছ থেকে ভাউচার নিয়ে দেখা যায়, এই পরীক্ষাটি করতে নেওয়া হয়েছে এক হাজার টাকা। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করেছেন। ভবিষ্যতের জন্য হাসপাতালটিকে সতর্ক করা হয়েছে বলেও জানান ভোক্তা অধিকারের কর্মকর্তা হাসান-আল-মারুফ।