ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৪:৩৩ অপরাহ্ন

রাজশাহীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Monday, June 20, 2022 - 9:49 pm
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। রোববার দিবাগত রাতে জেলার চারঘাট ও গোদাগাড়ীতে আলাদা দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- চারঘাটের চামটা উত্তরপাড়া গ্রামের মোক্তার হোসেন ওরফে মুক্তা (৩৫) ও গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লার সেলিম রেজা (২৫)। জেলা ডিবি পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোক্তার হোসেনকে ১০০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা বড়ি এবং মাদক বিক্রির ৫৭ হাজার ৪০০ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। আর ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে সেলিম রেজাকে। এ বিষয়ে দুজনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা হয়েছে।