ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:৪৫ পূর্বাহ্ন

পুলিশকে বিশেষ ছাড় দেবে পপুলার ও ল্যাবএইড

  • আপডেট: Monday, June 20, 2022 - 10:22 pm

 

স্টাফ রিপোর্টার: পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সব ধরনের প্যাথলজিক্যাল টেস্ট, ইমেজিংসহ যেকোনো টেস্ট এবং চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ছাড় দেবে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের রাজশাহী শাখা। পুলিশের পুলিশের রাজশাহী রেঞ্জের অধীনে কর্মরত পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এই সুবিধা পাবেন।

এ জন্য রাজশাহী রেঞ্জ পুলিশের সাথে পপুলার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের বিশেষ চুক্তি সই হয়েছে। সোমবার বেলা ১১টায় রাজশাহী রেঞ্জ কার্যালয়য়ের পদ্মা কনফারেন্স হলে পপুলার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন। এ সময় পপুলার, ল্যাবএইড ও পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।