স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় ‘নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত)’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সহায়তা করে নেটজ বাংলাদেশ।
পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএন জহুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অডিনেটর খুরশিদা বাহার, এরিয়া কো-অর্ডিনেটর রুহুল আমিন, ফিল্ড ফ্যাসিলিটেটর শেফালী খাতুন, ফিরোজা খাতুন, কোনিকা সরকার প্রমুখ।