ঢাকা | মে ১০, ২০২৫ - ৪:১৬ পূর্বাহ্ন

ঈদযাত্রায় আগাম টিকেট বিক্রি শুরু ২৪ জুন

  • আপডেট: Monday, June 20, 2022 - 7:18 pm

 

অনলাইন ডেস্ক: ঈদযাত্রায় আগামী ২৪ জুন থেকে বাসের আগাম টিকেট বিক্রি শুরু হবে। সোমবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। ২৪ জুন ৬ জুলাইয়ের টিকেট বিক্রি করা হবে।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ গণমাধ্যমকে জানান, ২৪ জুন থেকে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এবং অন্যান্য টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের টিকেট বিক্রি করা হবে।

তিনি বলেন, ওইদিন গাবতলী ছাড়াও শ্যামলী, কল্যাণপুর এবং মাজার রোডের বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে আগাম টিকেট বিক্রি শুরু হবে। টিকেট থাকা সাপেক্ষে ঈদের আগের যে কোনো দিনের যাত্রার আগাম টিকেট কিনতে পারবেন যাত্রীরা।

রাকেশ ঘোষ জানান, সভায় সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দামে টিকেট বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ভাড়ার তালিকা প্রত্যেকটি পরিবহনের কাউন্টারের সামনে দৃশ্যমাণ রাখতে হবে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS