ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৫:১১ অপরাহ্ন

মাদকদ্রব্য ঠেকানোর সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

  • আপডেট: Monday, June 20, 2022 - 10:28 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এর আয়োজন করে পবা উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। পবা উপজেলা বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার মো. মনিরুল ইসলাম, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মুঞ্জিল, হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, উপজেলা মসজিদ কমপ্লেক্সের পেশ ইমাম গোলাম মওলা প্রমুখ।