ঢাকা | মে ১৪, ২০২৫ - ৭:০৪ পূর্বাহ্ন

ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিয়ে মতবিনিময় সভা

  • আপডেট: Saturday, June 18, 2022 - 10:53 pm

 

প্রেস বিজ্ঞপ্তি: ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অধিকার অর্জন ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাথে সুসম্পর্ক বৃদ্ধিসহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারী অর্গানাইজেশন (সিসিবিভিও) শনিবার সকালে উপজেলার রাজাবাড়িহাট ডিগ্রি কলেজে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এই সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, কলেজের অধ্যক্ষ সেলিম রেজা, রাজারাড়িহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জান, রাজাবাড়িহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাফরুদ্দিন ও মহিশালবাড়ী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী। সভাপতিত্ব করেন সিসিবিভিও’র সমন্বয়কারী মো. আরিফ।

Hi-performance fast WordPress hosting by FireVPS