ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৬:৫৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বিপদসীমার উপর বইছে যমুনা, নিম্নাঞ্চল প্লাবিত

  • আপডেট: Saturday, June 18, 2022 - 1:06 pm

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর পানি এখন বিপদসীমার এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহর রক্ষা বাঁধ হার্ড-পয়েন্ট এলাকাতেও বিপদসীমা ছুঁইছুঁই করছে যমুনা।

সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলেছেন, উজানের পানি বাড়ায় গত কদিন ধরে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার ছোট-বড় সব নদী এবং শাখা নদীর পানিও বাড়ছে।

তারা জানান, সিরাজগঞ্জ জেলা সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলায় যমুনা ও শাখা নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করছে। অন্যদিকে চলনবিল অধ্যুষিত তাড়াশের শাখা নদীতেও পানি বাড়ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিরাজগঞ্জ জেলার পরিচালন ও রক্ষণাবেক্ষন (পাউবো) শাখার উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান, শনিবার সকাল ৬টায় জেলার হার্ড পয়েন্টে পানির যমুনার পানি ১২ ঘন্টায় ১৮ সেন্টিমিটার বেড়ে ১৩দশমিক ৩৫ মিটার উচ্চতায় রয়েছে, যা বিপদসীমার মাত্র ৪ সেন্টিমিটার নিচে রয়েছে।

এছাড়া কাজিপুরে ১৫দশমিক ২৫মিটার উচ্চতায় রয়েছে যমুনার পানি।

পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, জেলার এনায়েতপুরে যমুনার ভাঙ্গন শুরু হয়েছে।

সোনালী/জেআর