ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৭:৫৮ পূর্বাহ্ন

বন্যার পানিতে ধসে গেছে রেল ব্রিজ, রেল যোগাযোগ বিচ্ছিন্ন

  • আপডেট: Saturday, June 18, 2022 - 12:40 pm

অনলাইন ডেস্ক: বন্যার পানির প্রবল স্রোতে নেত্রকোণার বারহাট্টা-মোহনগঞ্জ সেকশনের ইসলামপুর এলাকায় রেলব্রিজ ধসে গিয়ে মোহনগঞ্জের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

নেত্রকোণার বারহাট্টা স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, শনিবার সকাল ৮টার দিকে ইসলামপুর এলাকায় বন্যার পানির তোড়ে ৩৪ নম্বর রেল ব্রিজটি ধসে যায়। এতে মোহনগঞ্জের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

তিনি জানান, রেলব্রিজ ভেঙে যাওয়ায় মোহনগঞ্জ স্টেশনে হাওর এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। ট্রেনটি সকাল ৮টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।

বারহাট্টা স্টেশনে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জগামী লোকাল ট্রেন (ডাউন-২৬২) আটকা পড়েছে।

গোলাম রাব্বানী জানান, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার, মোহনগঞ্জ এক্সপ্রেস বারহাট্টা স্টেশন পর্যন্ত আসবে। দুপুরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেনও আসবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোহনগঞ্জগামী সব ট্রেন বারহাট্টা স্টেশন পর্যন্ত চলাচল করবে।

রাব্বানী বলেন, ইসলামপুরে বন্যার পানির স্রোত এতই তীব্র যে সহসা রেলব্রিজ ঠিক করা যাবে বলে মনে হচ্ছে না।

সোনালী/জেআর