ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৭:২৬ পূর্বাহ্ন

আট দফা দাবিতে সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন

  • আপডেট: Saturday, June 18, 2022 - 11:14 pm

 

স্টাফ রিপোর্টার: জাতীয় বাজেটের শতকরা এক ভাগ ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বাজেটের স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা জন্য শতকরা এক ভাগসহ আট দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংস্কৃতিক কর্মীরা। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহী মহানগরীর জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহী। মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জোটের ভারপ্রাপ্ত সভাপতি কল্পনা রায়। বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি আবদুল লতিফ চঞ্চল, রাজশাহী আবৃত্তি পরিষদের সহ-সভাপতি মনিরা রহমান মিঠি, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন, সাধারণ সম্পাদক জাবিদ অপু, সাংস্কৃতিক জোটের সদস্য সৌমিত্র ব্যানার্জি, রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকার, খাদেমুল উচ্চ বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ রণজিৎ সরকার প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক কামারুল্লাহ সরকার।