ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ৪:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

পবার দামকুড়া ইউনিয়ন আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট: Friday, June 17, 2022 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার দামকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সম্মেলনের উদ্বোধন করেন পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।

দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাজদার রহমান সরকার। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনের ২য় অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মনোনীত হোন দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল মালেক পল্টু।