ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৭:২১ অপরাহ্ন

রাজশাহী থেকে চুরি হওয়া ট্রাক উদ্ধার

  • আপডেট: Friday, June 17, 2022 - 10:03 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী থেকে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। নগরীর শাহমখদুম থানা পুলিশ রাজশাহীর পবা উপজেলার পূর্বপুঠিয়া পাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ট্রাকটি উদ্ধার করে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, গত বুধবার দিবাগত রাতে নগরীর শাহমখদুম থানার নওদাপাড়া ট্রাক টার্মিনালের ভেতরের এক গ্যারেজ থেকে জেলার গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর মাষ্টারপাড়ার সাইদুর রহমানের একটি ট্রাক চুরি হয়। এ নিয়ে শাহমখদুম থানায় একটি মামলা হয়।

পরে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।