ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ৪:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

চারঘাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

  • আপডেট: Friday, June 17, 2022 - 10:35 pm

চারঘাট প্রতিনিধি: চারঘাট উপজেলার সরদহ রেল স্টেশন এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকালের দিকে অজ্ঞাত ওই ব্যক্তি সরদহ স্টেশন এলাকায় রেললাইন পারাপারের সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

সরদহ স্টেশন মাস্টার হাসানুর রহমান বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তবে, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।