ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৮:৫৫ পূর্বাহ্ন

নারীদের প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

  • আপডেট: Friday, June 17, 2022 - 10:01 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বেসরকারি সংস্থা সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারী অর্গানাইজেশনের (সিসিবিভিও) উদ্যোগে নারীদের প্রাথমিক স্বাস্থ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ পানীয়জল ও স্যানিটেশন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সিসিবিভিও পরিচালিত রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ৩১ জন নারী অংশগ্রহণ করেন।

সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন গোগ্রাম রক্ষাগোলা সংগঠনের নারী নেত্রী কল্পনা তির্কী। উপস্থিত ছিলেন সিসিবিভিও’র প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম, শিক্ষা উন্নয়ন কর্মকর্তা ইমরুল সাদাত। প্রশিক্ষণ পরিচালনা করেন সিসিবিভিও’র নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা হেমব্রম। প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চৈতন্যপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সারমিন আখতার।