ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:৩৮ পূর্বাহ্ন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী রাজশাহী আসছেন শনিবার

  • আপডেট: Thursday, June 16, 2022 - 9:59 pm

স্টাফ রিপোর্টার: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এক দিনের সরকারি সফরে আগামী শনিবার রাজশাহী আসবেন। বেলা সাড়ে ১১টায় তিনি বিমানযোগে রাজশাহী পৌঁছবেন। সরকারি এক তথ্য বিবরণীতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার দুপুর ১২টায় প্রতিমন্ত্রী রাজশাহীর মোহনপুর উপজেলার পারিলাডাঙ্গা বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। পরে তিনি মোহনপুরের রায়ঘাটি ইউনিয়নে জনসভায় উপস্থিত থাকবেন। বিকাল ৩টায় তিনি মোহনপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন। পরে সন্ধ্যা পৌনে ৬টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।