ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১:৩২ পূর্বাহ্ন

স্ত্রীদের উপস্থিতিতে র‌্যাংক ব্যাজ পরলেন পুলিশ কর্মকর্তারা

  • আপডেট: Wednesday, June 15, 2022 - 10:06 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশে (আরএমপি) কর্মরত চার পুলিশ কর্মকর্তা পদোন্নতি পাবার পর নতুন র‌্যাংক ব্যাজ পরেছেন। বুধবার দুপুরে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে এই চার কর্মকর্তাকে তাঁদের স্ত্রীদের উপস্থিতিতে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ চার কর্মকর্তা সম্প্রতি পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন।

তাঁরা হলেন- আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, বিশেষ পুলিশ সুপার এ এফ এম আনজুমান কালাম এবং উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম।

তাঁদের র‌্যাংক ব্যাজ পরানোর সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মজিদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।