ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ২:৪৪ পূর্বাহ্ন

শিশু ও নারীর উন্নয়ন নিয়ে তথ্য অফিসের কর্মশালা

  • আপডেট: Wednesday, June 15, 2022 - 9:56 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালা করেছে জেলা তথ্য অফিস। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের একটি হোটেলে ‘শিশু ও নারী উন্নয়ন’ বিষয়ে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. উসীম উদ্দিন।

তিনি বলেন, নারী শিক্ষার জন্য সরকার অনেক সুযোগ করে দিয়েছে। বিভিন্ন পর্যায়ে উপবৃত্তি এবং উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত নারীদের জন্য বিনা খরচে পড়ার সুযোগ করে দিয়েছে সরকার। নারীদের এই সুযোগের সৎ ব্যবহার করে নিজেদের অধিকার আদায় করতে হবে। দেশে এখন নারী প্রতিনিধি রয়েছেন, নারীদের জন্য সংসদে সংরক্ষিত আসন রয়েছে।

নারী জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, যেসব নারী অবহেলিত রয়েছেন তাদের প্রতি আপনারা যত্নবান হবেন। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা নারী নির্যাতন, পরিবেশ উন্নয়ন, মা ও শিশুস্বাস্থ্য রক্ষা, গর্ভবতী মায়ের যত্ন এ সকল বিষয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পারবো। নারী ও শিশু পাচার, নারী নির্যাতন, যৌতুকের মতো ব্যাপারগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জেলা তথ্য অফিসের পরিচালক মোহা. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ড. কুস্তুরী আমিনা কুইন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মাহমুদা পারভীন এবং জাতীয় মহিলা পরিষদের রাজশাহীর চেয়ারম্যান মর্জিনা পারভীন।

কর্মশালায় নারী ও শিশু উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়সমূহের সাথে সাম্প্রদায়িকতা, গুজব, অপপ্রচারের মত বিষয়ে আলোচনা করা হয়। জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ কর্মশালায় অংশ নেন।