াকা | এপ্রিল ২, ২০২৫ - ১০:২০ পূর্বাহ্ন

বিভিন্ন উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী বিষয়ক কর্মশালা

  • আপডেট: Wednesday, June 15, 2022 - 11:18 pm

সোনালী ডেস্ক:বিভিন্ন উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাঘা
বাঘা প্রতিনিধি জানান, বাঘায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ বিষয়গুলো জনগনের মাঝে ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যপী প্রশিক্ষণ কর্মশালা। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সহকারি কমিশনার (ভুমি) জুয়েল আহাম্মেদ এর সঞ্চালনা ও নির্বাহী অফিসার সারমিন আক্তারের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: লায়েব উদ্দিন লাভলু। কর্মশালার মূল প্রবন্ধক হিসাবে সরকারের ১০ টি বিশেষ উদ্যোগ আমার বাড়ি আমার খামার, আশ্রয়ন প্রকল্প , ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রম, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা বিষয়ে বিস্তর আলোচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাবিহা সুলতানা। তিনি উল্লেখিত বিষয় গুলো বাস্তবায়নের সাথে সম্পৃক্ত ১০ টি দপ্তর প্রধান এর কাছ থেকে এ সকল প্রকল্পের বাস্তবায়ন, গুরুত্ব ও সমস্যার কথা শুনেন।

এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবুন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গনমাধ্যম কর্মী।

লালপুর
লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের লালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাদিম সারওয়ার। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা. মোনোয়ারুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম খান প্রমুখ।

সাপাহার
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে সাপাহারে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালী সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

এসময় উপজেলা পর্যায়ের সকল অংশীজনদের অংশগ্রহণে পাঁচটি দলে ভাগ হয়ে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ এই উদ্যোগ বিষয়ক গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণ এবং প্রচারে করণীয় সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করা হয়।

ধামইরহাট
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, ধামইরহাটে প্রধামন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ও প্রধানমন্ত্রীর গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে কর্মশালার ভার্চুয়ালি উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান পিএএ। ‘নারীর ক্ষমতায়, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিকও শিশুর বিকাশ, বিনিয়োগ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎসহ ১০টি কার্যক্রম বাস্তবায়নে উপজেলার বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ, সাংবাদিক, ইমাম, পুরোহিতসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষদের নিয়ে ১০টি গ্রুপে এই কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী আলী হোসেন প্রমুখ।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS