ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১:০২ অপরাহ্ন

পুলিশের সাথে গোলাগুলিতে মেক্সিকোতে ১০ ‌‘সন্ত্রাসী’ নিহত

  • আপডেট: Wednesday, June 15, 2022 - 8:26 pm

 

অনলাইন ডেস্ক: মেক্সিকোর টেক্সকালটিটলান শহরে পুলিশের গুলিতে সন্দেহভাজন ১০ বন্দুকধারী সন্ত্রাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুন) এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মঙ্গলবার স্থানীয় প্রসিকিউটর অফিসের এজেন্টরা অভিযান চালালে টেক্সকালটিটলান শহরে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ বাঁধলে গোলাগুলির এক পর্যায়ে পুলিশের গুলিতে প্রাণ হারান ১০ জন। এছাড়াও কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন গোলাগুলিতে।

দেশটির পুলিশ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে ২০টি রাইফেলস, হ্যান্ডগান, কার্তুজ, সামরিক বাহিনীর পোশাক, গাড়ি রেডিও সংশ্লিষ্ট কিছু যন্ত্রপাতিও উদ্ধার করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে, গোলাগুলিতে ১০ জন নিহত হওয়ার পরে আহত চারজন সহ আরও সাত বন্দুকধারীকে আটক করা হয়েছে।