ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৪ - ১১:১৫ অপরাহ্ন

শিরোনাম

গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট: Wednesday, June 15, 2022 - 10:02 pm

 

স্টাফ রিপোর্টার: গ্লোবাল টেলিভিশন অফিসের সামনে চ্যানেলটির অ্যাসাইনমেন্ট এডিটর আনিসুর রহমান সাব্বিরসহ রিপোর্টার, ক্যামেরাপার্সন ও গাড়িচালকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নগরভবনের পাশে এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আরইউজে সভাপতি রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তানজিমুল হক। বক্তব্য রাখেন আরইউজের জ্যেষ্ঠ সদস্য জাবীদ অপু, দৈনিক উত্তরা প্রতিদিন ভারপ্রাপ্ত সম্পাদক এনায়েত করিম প্রমুখ। মানববন্ধনে সংহতি প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)।

মানববন্ধন থেকে এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।

উল্লেখ্য, মঙ্গলবার গ্লোবাল টেলিভিশনের প্রধান কার্যালয়ের সামনে চ্যানেলটির সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা কয়েকটি ক্যামেরাও ভেঙে ফেলে।