ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৫ - ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম

সমাজকল্যাণ মন্ত্রী রাজশাহী আসছেন বুধবার

  • আপডেট: Tuesday, June 14, 2022 - 10:17 pm

 

স্টাফ রিপোর্টার: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এক দিনের সরকারি সফরে আজ বুধবার রাজশাহী আসবেন। সফরসূচি অনুযায়ী, সকালে তিনি বিমানযোগে রাজশাহী আসবেন। সরকারি এক তথ্য বিবরণীতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সকাল ১০টায় রাজশাহীর বায়া শান্তি নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী। পরে তিনি বায়ায় সরকারি শিশু পরিবারে সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ে আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিকেল সাড়ে ৩টায় একই স্থানে মন্ত্রী শিশু ও নারীদের নিরাপদ হেফাজত কেন্দ্র (সেফ হোম) পরিদর্শন করবেন। এদিন বিকাল পৌনে ছয়টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

 

 

Proudly Designed by: Softs Cloud