ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৪

  • আপডেট: Tuesday, June 14, 2022 - 10:11 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা ও মহানগর পুলিশ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার দিবাগত রাতে বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এরমধ্যে জেলা পুলিশ ১৬ ও নগর পুলিশ ২৮ জনকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার দুপুরে পুলিশের দুই ইউনিটের আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছাড়াও মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে এদের গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।