রাজশাহীতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। এবার ‘একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ’ -প্রতিপাদ্যকে সামনে রেখে এই সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব ড. মো. আয়াতুল ইসলাম, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রশীদ মল্লিক, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক, রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ আমিরুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও র্যালিতে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।