ঢাকা | নভেম্বর ১৮, ২০২৪ - ১১:৩৩ অপরাহ্ন

আলোয় উদ্ভাসিত পুরো পদ্মাসেতু

  • আপডেট: Tuesday, June 14, 2022 - 7:38 pm

 

অনলাইন ডেস্ক: পুরো পদ্মাসেতু এখন আলোয় উদ্ভাসিত। মঙ্গলবার সন্ধ্যায় পুরো সেতু জুড়ে জ্বলে ওঠে সড়ক বাতি। এর আগে সোমবার সেতুর ৪১৫‌টি বা‌তির ২০৫টি জ্বালা‌নো হ‌য়ে‌ছিল। সপ্তাহখা‌নেক ধ‌রে পর্যায়ক্রমে সব বা‌তি জ্বালা‌নো হয়। ত‌বে মঙ্গলবার সন্ধ্যায় প্রথমবা‌রের মতো সব বা‌তি এক স‌ঙ্গে জ্বলে ওঠে।

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন। পরদিন সকাল থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়ার মধ্য দিয়ে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচন হতে চলেছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতুতে বৈদ্যুতিক বাতি রয়েছে ৪১৫টি। আর দুপাশের সংযোগ সড়কে রয়েছে আরও ২০০ বাতি। গত বছরের ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়। চলতি বছরের ১৮ এপ্রিল এসব ল্যাম্পপোস্ট বসানো ও বাতি লাগানোর কাজ শেষ হয়।

এরপর পুরো সেতুতে কেবল টানা হয়েছে। ২৪ মে প্রথমে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি সেতুতে বিদ্যুৎ সংযোগ দেয়। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা প্রান্তে ৪২ নম্বর পিলারে বিদ্যুৎ সংযোগ প্রদানের কাজ শেষ হয়। এরপর মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিও সেতুতে বিদ্যুৎ সংযোগ প্রদান করে।