ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১১:৩৮ পূর্বাহ্ন

রাজশাহী ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণ

  • আপডেট: Tuesday, June 14, 2022 - 10:37 pm

স্টাফ রিপোর্টার: ‘ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় রাজশাহীতে ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবন সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের রাজশাহী মহানগরে সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, মহানগর আওয়ামী লীগের সদস্য আশিস কুমার দে অর্পণ , জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদুৎ কুমার সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রকল্পের সমন্বয়ক হিরা বালা।

উল্লেখ্য, ৯ দিনের এই প্রশিক্ষণে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৫০ জন পুরোহিতকে হিন্দু আইন ও পূজা পদ্ধতি ও ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ এবং খাদ্যপুষ্টি ও স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।