ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১:৪৬ অপরাহ্ন

দূষণে গড় আয়ু কমছে ১০ বছর: ইপিআইসি

  • আপডেট: Tuesday, June 14, 2022 - 7:28 pm

 

অনলাইন ডেস্ক: জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে মাইক্রোস্কোপিক বায়ুদূষণ ভারতের রাজধানী দিল্লির মানুষের গড় আয়ু প্রায় ১০ বছর আয়ু কমিয়ে দিচ্ছে। নতুন এক সমীক্ষায় এ তথ্য উঠে আসে।

মঙ্গলবার প্রকাশিত শিকাগো বিশ্ববিদ্যালয়ের (ইপিআইসি) এনার্জি পলিসি ইনস্টিটিউটের গবেষণা প্রতিবেদনে বলা হয়, কথিত পিএম ২ দশমিক ৫ দূষণের কারণে সৃষ্ট ফুসফুস ও হৃদরোগের কারণে ভারতের উত্তর প্রদেশ এবং বিহার রাজ্যে মানুষের আয়ু গড়ে আট বছর কমে যায়। ভারতের ওই দুই রাজ্যে ৩০ কোটি মানুষের বাস। মঙ্গলবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইপিআইসি প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ সূচক অনুসারে, দক্ষিণ এশিয়া জুড়ে সূক্ষ্ম কণার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান পূরণ করলে একজন ব্যক্তি গড়ে পাঁচ বছর বেশি বাঁচবে। সূচক বলছে, বিশ্বব্যাপী বায়ুদূষণ গড়ে দুই বছরেরও বেশি আয়ু কমিয়ে দিচ্ছে। পিএম ২ দশমিক ৫ ফুসফুসের গভীরে প্রবেশ করে এবং এর মাধ্যমে রক্ত প্রবাহে প্রবেশ করে।

২০১৩ সালে জাতিসংঘ এটিকে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাতাসে পিএম ২ দশমিক ৫ এর ঘনত্ব কোনো ২৪ ঘণ্টা সময়ের মধ্যে প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রাম বা সারা বছর জুড়ে ৫ মাইক্রোগ্রাম/এম৩ গড় হওয়া উচিত নয়।