ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১:১৮ অপরাহ্ন

কেন গণশুনানিকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বললেন ক্ষিপ্ত ট্রাম্প?

  • আপডেট: Tuesday, June 14, 2022 - 3:12 pm

অনলাইন ডেস্ক: মার্কিন প্রশাসনিক ভবন ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি হামলা চালিয়েছিল তৎকালিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। বিরোধীদের অভিযোগ ট্রাম্পের প্রত্যক্ষ ইন্ধনেই এমন কাণ্ড ঘটেছে।

এই ঘটনায় সত্যিই ট্রাম্পের সম্পৃক্ততা আছে কিনা তা জানতে একটি কংগ্রেশনাল তদন্তও চালু করা হয়েছে। আর তাতেই চটেছেন নানা কারণে সমালোচিত এই মার্কিন প্রেসিডেন্ট।

এই তদন্ত প্রক্রিয়াকে ক্যাঙ্গারু কোর্ট বলে তিরস্কার করেছেন তিনি।

১২ পৃষ্ঠার এক বিবৃতিতে ক্ষুব্ধ ট্রাম্প বলেছেন, এটা ডেমোক্র্যাটিক পরিকল্পনা করা একটা ধ্বংসাত্মক কর্মকাণ্ড।

অভ্যুত্থান ঘটিয়ে ট্রাম্প ক্ষমতায় থাকতে চেয়েছেন এমন অভিযোগের কংগ্রেশনাল কমিটির গণশুনানি শুরু হওয়ার পরই এমন ক্ষেপেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

সূত্র: বিবিসি

সোনালী/জেআর