ঢাকা | মে ১৬, ২০২৫ - ২:০০ পূর্বাহ্ন

শিরোনাম

কলেরা প্রতিরোধে টিকা কার্যক্রম শুরু ২৬ জুন

  • আপডেট: Tuesday, June 14, 2022 - 7:35 pm

 

অনলাইন ডেস্ক: কলেরা সংক্রমণ প্রতিরোধে আগামী ২৬ জুন থেকে টিকা কার্যক্রম শুরু হবে। প্রতিটি কেন্দ্রে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা আজকেও কলেরা টিকা বিষয়ে আলোচনা করেছি। আরও আগেই এ টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু যেসব জায়গায় আমরা টিকা পাঠিয়েছি, সে জায়গাগুলোতে কলেরা সংক্রমণ কমে এসেছে। তবে রোহিঙ্গা ক্যাম্পে কিছু কলেরা টিকা দেয়া হয়েছে।

জাহিদ মালেক বলেন, কলেরা টিকা এক ধরনের মুখে খাওয়ার টিকা। গর্ভবতী মহিলা ব্যতীত ১ বছর বয়স হতে সব বয়সের মানুষকে এই টিকা দেয়া হবে।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, ডায়রিয়া ও কলেরা রোধে ২৩ লাখ মানুষকে টিকার আওতায় আনা হবে। দুই ডোজের এই টিকার প্রথম ডোজ গত মে মাসে এবং দ্বিতীয় ডোজ দেয়ার কথা ছিল জুন মাসে।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS