ঢাকা | মার্চ ১৩, ২০২৫ - ৫:৪২ অপরাহ্ন

শিরোনাম

মুশফিককে টপকে আইসিসির মাসসেরা ম্যাথিউস

  • আপডেট: Monday, June 13, 2022 - 7:30 pm

 

অনলাইন ডেস্ক: আইসিসির মে মাসের মাসসেরা ক্রিকেটারের তালিকায় মুশফিকুর রহিম বেশ এগিয়ে থাকলেও লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে শেষ পর্যন্ত উঠেছে মাসসেরার পুরস্কার।

বাংলাদেশের বিপক্ষে পারফর্ম করেই বাংলাদেশি তারকাকে পেছনে ফেলেছেন ম্যাথিউস। দুই টেস্টে ১৭২ গড়ে ৩৪৪ রান করেন লঙ্কান এই ব্যাটার। এর মধ্যে চট্টগ্রাম টেস্টে ১৯৯ রান এবং মিরপুর টেস্টে অপরাজিত ১৪৫ রানের দুটি ইনিংসও আছে।

লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে মুশফিকও ছিলেন দুর্দান্ত ফর্মে। ৩ ইনিংসে ম্যাথিউসের মতো দুই সেঞ্চুরিসহ ১৫১.৫০ গড়ে তার ব্যাট থেকে আসে ৩০৩ রান। সর্বোচ্চ অপরাজিত ১৭৫। তবে শেষ পর্যন্ত পুরস্কার জিতে নিলেন ম্যাথিউস।

এদিকে মাসসেরার সম্মাননা পেয়ে দুই প্রতিদ্বন্দ্বীকেও অভিনন্দন জানিয়েছেন ম্যাথিউজ।

তিনি বলেন, আইসিসির মাসসেরা খেলোয়াড় হয়ে আমি আসলেই সম্মানিত বোধ করছি। আমি আসিথা ফার্নান্ডো আর মুশফিকুর রহিমকেও অভিনন্দন জানাতে চাই, যারা দুর্দান্ত পারফর্ম করে এই পুরস্কারের দৌড়ে সামনের দিকে ছিলেন।

 

 

Proudly Designed by: Softs Cloud