ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১২:১৭ অপরাহ্ন

রাজশাহীতে ব্যবসা ও শিক্ষা সহায়তার অনুদান বিতরণ

  • আপডেট: Monday, June 13, 2022 - 10:29 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচির আওতায় আর্থ-সামাজিক তহবিলের অধীনে উপকারভোগীদের মাঝে ব্যবসা ও শিক্ষা সহায়তার অনুদান বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে নগর ভবনের সিটি হল সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে ব্যবসা সহায়তায় ২০০ জনকে ২২ লাখ টাকা ও শিক্ষা সহায়তায় ১০০ জনকে ৯ লাখ ৪৫ হাজার টাকা দেওয়া হয়।

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সদস্য সচিব রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠী সংগঠনের উপদেষ্টা আরিফুল হক কুমার, ইউএনডিপির টাউন ম্যানেজার আব্দুল কাইউম মন্ডল, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন ইউএনডিপির সোসিও ইকোনোমিক অ্যান্ড নিউট্রিশন অফিসার জুলফিকার আলী।